আমাদের কথা

কেন আমাদের এই উদ্যোগ?

আমাদের দেশে প্রায় সবার কাছেই ইন্টারনেট আছে কিন্তু ভালো তথ্য না থাকার কারণে ইন্টারনেটের আসল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সেজন্য আমাদের এই উদ্যোগ। শিক্ষার্থীদের ভালো তথ্য গুলো দিয়ে সাহায্য করাই আমাদের উদ্দেশ্য।

ইন্টারনেট জগতের সব কিছু সব বয়সের অথবা সবার জন্য নয়। অপ্রয়োজনীয় অনেক কিছু শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট করে দিতে পারে যা পরীক্ষার ফলাফলেও এর প্রতিফলন হতে পারে। সেজন্য আমরা ইন্টারনেট থেকে বাছাই করে ভালো তথ্য গুলো দিয়ে গাইডলাইন তৈরী করেছি যাকিনা শ্রেণী ও বিষয়ের ভিত্তিক। এই ওয়েবসাইটে শিক্ষার্থীরা সহজে শিক্ষা বিষয় সকল প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবে। যেমন ভালো টিউটোরিয়াল, ভালো বই, ভালো টিউটর, শিক্ষা নিউজ।

আমরা অভিজ্ঞ শিক্ষক এবং ঢাকা, শাহজালাল, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা তথ্য যাচাই-বাছাই এর কাজটি করে থাকি।

১.
আমরা অনুসন্ধান করে দেখেছি ইন্টারনেট প্রতিটা বিষয়ের উপর অনেক টিউটোরিয়াল আছে। একজন শিক্ষার্থীর জন্য খুবই কঠিন কোনটা টিউটোরিয়ালটি ভালো তা বাহির করা। আমরা অভিজ্ঞ শিক্ষক-দ্বারা ভালো টিউটোরিয়াল গুলো বাছাই করেছি যাকিনা শ্রেণী ও বিষয় ভিত্তিক।

২.
একটি ভালো বই কঠিন বিষয় গুলোকে অনেক সহজে বুঝতে সাহায্য করে। তাই আমরা শ্রেণী ও বিষয় ভিত্তিক ভালো লেখকের বই গুলোর একটা লিস্ট তৈরী করেছি।

৩.
আমার অভিজ্ঞ শিক্ষকগণ দ্বারা শিক্ষার্থীদের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে থাকি আমাদের ওয়েবসাইট এর মাধ্যমে।

৪.
এখন অনেক ক্লাস অথবা বয়স ভিত্তিক ইভেন্ট হচ্ছে যা কিনা অনেক শিক্ষার্থী সময় মতো জানতে পারছেনা, যার কারণ এ সেই গুরুত্বপূর্ণ ইভেন্ট গুলো মিস হয়ে যাচ্ছে। শিক্ষা বিষয় সকল খবর পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে।